রাজবাড়ী ভয়েস ডট কম : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর নেতাকর্মীরা মহাসড়ক থেকে সরে গিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আসে। সেখান থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।