৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ

রাজবাড়ী ভয়েস ডট কম : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—আবু রায়হান রাফি, মীর মাহমুদ সুজন, আব্দুল্লাহ আল মামুন, পলাশ খান আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলার মাটিতে গণতান্ত্রিক শক্তিকে রাজনীতি করতে বাধা দেওয়া যাবে না। তারা অভিযোগ করেন—ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

বক্তারা আরও বলেন, নুরুল হক নুরের উপর এ ন্যাক্কারজনক হামলা পরিকল্পিত। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Scroll to Top