রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীতে বিএনপি নেতার নির্মিত তোরণ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আব্দুস সালাম মিয়ার পক্ষ থেকে ওই তোরণ নির্মাণ করা হয়। তোরণে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন টানানো ছিল।কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি তোরণ ভেঙে নষ্ট করে দেয়।এ প্রসঙ্গে সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মিয়া বলেন, “তোরণ ও ফেস্টুন ভাঙচুর করা একটি ন্যাক্কারজনক ঘটনা। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে অপরাজনীতি কাম্য নয়। তোরণ ভেঙে জনপ্রিয়তাকে মুছে ফেলা যায় না। আমি এ ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ বলে দাবি করেছেন।