৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে কৃষক কৃষাণিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস) এর আওতায় ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন নগর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ শহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল এবং এসএসসিপি-রেইনস প্রজেক্টের বরিশাল অঞ্চলের রিজিওনাল মনিটরিং অফিসার মোঃ রিফাত শিকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে সাজানো প্রদর্শনী বুথ পরিদর্শন করেন।

মাঠ দিবসে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন গালিব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ আকরাম হোসেন, মাসুমা আক্তারসহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top