রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আজিম মোল্লা (৪২) গ্রেফতার হয়েছেন।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে সদর থানাধীন নিউ কলোনী এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ ওহিদুল হাসান ও এসআই (নিরস্ত্র) আতাউর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেফতারকৃত আজিম মোল্লা মৃত আকবর আলী মোল্লার ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বিনোদপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আজিম মোল্লার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা নং-০১, তারিখ ০২/১০/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন (Explosive Substances Act), ৩/৬ ধারায় মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, “আজিম মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”