৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান মাহমুদুল হক রোজেনের

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর কালুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন বলেছেন, “ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করুন। মানুষকে ভালোবাসুন। ভালো কাজে আমি সবসময় আপনাদের পাশে আছি। কোন কারণে দলীয় নেতৃত্বে সংকট সৃষ্টি হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।”

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, আলাউদ্দিন মোল্লা ও আক্কাস আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ রহমান, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খান, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ জাকির হোসেন, মহিলা দলের নেত্রী মেরিনা প্রিন্স ও আকলিমা বেগম প্রমুখ।

পথসভার আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালুখালী উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে শেষ হয়।

Scroll to Top