৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পদ্মার দুই ইলিশ ১৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের দুটি ইলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে নিরব হালদারের জালে ধরা পড়ে মোট ২ কেজি ৯ গ্রাম ওজনের মাছ দুটি।

পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ৫ হাজার ২০০ টাকা দরে মোট ১৫ হাজার ৮০ টাকায় মাছ দুটি কিনে নেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, বর্তমানে পদ্মায় বড় আকারের ইলিশ সচরাচর ধরা পড়ে না। তাই দাম বেশি হলেও অনেকেই কিনতে আগ্রহী হন। তিনি আরও বলেন, “খুলনার এক প্রবাসী আমেরিকান ক্রেতার কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৫ হাজার ৯৫০ টাকায় মাছ দুটি বিক্রি করেছি।”

দৌলতদিয়ার ইলিশ দীর্ঘদিন ধরেই সুস্বাদু ও তাজা হওয়ার কারণে সুনাম কুড়িয়েছে। শুধু দেশে নয়, বিদেশেও প্রবাসীরা পদ্মার বড় ইলিশের প্রতি সবসময় আগ্রহী থাকেন।

Scroll to Top