৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা

রাজবাড়ী ভয়েস ডট কম : আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চারজন সহকারী কমিশনারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী সহকারী কমিশনাররা হলেন, নাজনীন সুলতানা,  মোল্লা ইফতেখার আহমেদ, নাহিদ আহমেদ ও পলাশ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি বিদায়ী কর্মকর্তাদের প্রশাসনিক কর্মকাণ্ডে অবদানের কথা উল্লেখ করে বলেন, “তাদের নিষ্ঠা ও আন্তরিকতার কারণে রাজবাড়ীর প্রশাসনিক কার্যক্রম আরও সমৃদ্ধ হয়েছে। ভবিষ্যৎ কর্মজীবনে তাদের সাফল্য ও কল্যাণ কামনা করছি।”

অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারা বিদায়ী সহকর্মীদের সাথে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাদের সুস্থ, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

Scroll to Top