৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীতে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ রাজবাড়ী জেলা শাখার নবগঠিত জেলা কমিটির অনুমোদন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “যাত্রাশিল্প বাঙালি সংস্কৃতির আদি শেকড়, যাত্রার জন্য চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা” প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মনিরুল ইসলাম মনির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ভিপি বেলায়েত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক ও যাত্রা গবেষক, বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এম এ মজিদ, যাত্রাশিল্পী ও সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষী বণিক প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মাছেম আলি বিশ্বাস ও জেলা যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউর রহমান।

বক্তারা বলেন, যাত্রাশিল্প বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারা। তবে বর্তমান সময়ে যাত্রা মঞ্চায়নে মানহীনতার কারণে পরিবার-পরিজন নিয়ে উপভোগ করা কঠিন হয়ে পড়েছে। তাই যাত্রাশিল্পের মান উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে যাত্রাশিল্প ও সংশ্লিষ্ট শিল্পী-সংগঠকদের প্রতি বিশেষ নজরদারির আহ্বান জানান তারা।

Scroll to Top