৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

গোয়ালন্দে নুরাল পাগলকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ বাদী হয়ে মামলা

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, সংঘর্ষ ও পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত কয়েক হাজার জনতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর স্থানীয় ঈদগাহ মাঠে তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ করে। পরে সমাবেশ থেকে মিছিল বের হয়ে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। এসময় ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের অন্তত শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় প্রাণ হারান একজন।

সংঘর্ষ চলাকালীন উত্তেজিত জনতা নুরাল পাগলের কবর থেকে মরদেহ তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে পুলিশের উপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মারা যান নুরাল পাগল। পরে তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে নির্মিত একটি স্থাপনায় দাফন করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এরই ধারাবাহিকতায় এ সহিংসতার ঘটনা ঘটে।

Scroll to Top