৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা, রাজবাড়ীর প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা এর উপপরিচালক মো: রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জুনায়েদ বিন ফেরদৌস, প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাজবাড়ী; আল মামুন বিন সালেহ, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি; সেলিনা পারভীন, জেলা সমবায় অফিসার, রাজবাড়ী; এবং মো: হুমায়ুন কবীর, প্রশিক্ষণ কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থা রাজবাড়ী।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দুই শতাধিক নারী এ সমাবেশে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: রিয়াদুল ইসলাম বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার ও সমাজ গঠনে নারীর অংশগ্রহণ অপরিহার্য।”

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে নারীর সক্ষমতা বৃদ্ধি, সাইবার সিকিউরিটি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক প্রয়োগসহ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সভায় অংশগ্রহণকারী নারীরা সাবলম্বী হওয়ার অভিজ্ঞতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা তথ্য অফিসার তাঁর বক্তব্যে বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব মোকাবিলা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং লিগ্যাল এইড অফিসের সেবা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

Scroll to Top