রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর কালুখালী উপজেলায় মোটরসাইকেল রেস করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘি-কমলা এলাকার মোহাম্মদ বক্করের ছেলে আরিফ (২২) এবং পাংশা পৌরসভার পালপাড়া এলাকার অসিত বিশ্বাসের ছেলে স্বাধীন বিশ্বাস (১৭)। আহত শাওন (২১) একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে চারজন যুবক দুটি মোটরসাইকেল নিয়ে রেস করছিলেন। কালুখালী থেকে পাংশাগামী পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নিহত হন। গুরুতর আহত শাওনকে স্থানীয়রা উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতদের কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির সংঘর্ষ ঘটে এবং পরবর্তীতে অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।