রাজবাড়ী ভয়েস ডট কম : আজ সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে সাক্ষরতার হার বৃদ্ধি অপরিহার্য। শিক্ষার প্রসার ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।