৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পাংশায় জাতীয় নির্বাচনে নির্যাতনের অভিযোগে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন হাবাসপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম ও এলাকাবাসী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে হাবাসপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন কিছু লোক ভোট বর্জনের ঘোষণা দেয়। সেদিন বেলা দেড়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে দোকানে বসে চা খাওয়ার সময় কিছু লোক ষড়যন্ত্র করে তার গায়ে ভোট বর্জনের কাগজ ছিটিয়ে দেয় এবং সেই ছবি তুলে তাকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি। তবে অবশেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাফর খাঁ, লিয়াকত খাঁ, ফিরোজ মন্ডল, আব্দুল হান্নান খাঁ, রশিদ প্রামাণিক, খালেক প্রামাণিক, রাজ্জাক প্রামাণিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Scroll to Top