রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র অতুল সরদার এবং হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম।
মঙ্গলবার বিকালে পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে তাদের আটক করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে।







