রাজবাড়ী ভয়েস ডট কম :‘ ‘সেবার ব্রতে চাকরি’’ এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে রাজবাড়ী জেলার নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ বিকেলে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এসময় প্রাথমিকভাবে নির্বাচিত ১৫ জন নারী-পুরুষ প্রার্থীকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রার্থীদের অনেকে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। সেবার ব্রতে চাকরি হবে আপনাদের মূল অঙ্গীকার।”
উল্লেখ্য, মাত্র ১২০ টাকায় সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা রাজবাড়ী জেলায় প্রশংসার দাবী রাখে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা।