৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও চেক বিতরণ

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন এবং দুস্থ মহিলা ও শিশুদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন এবং প্রোগ্রাম কর্মকর্তা তহামৃধা খানম।

প্রধান অতিথির বক্তব্যে শংকর চন্দ্র বৈদ্য বলেন, “শুধু পুঁথিগত বিদ্যা জীবনের একমাত্র অবলম্বন নয়। বিদ্যার পাশাপাশি দক্ষতা অর্জনও অত্যন্ত জরুরি। সমাজে টিকে থাকতে ও আত্মকর্মসংস্থানে হাতের কাজ শেখার কোনো বিকল্প নেই। মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এবং রাজবাড়ীতেও এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।”

আলোচনা শেষে ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এছাড়া জেলার ৫ জন দুস্থ মহিলা ও শিশুদের প্রত্যেককে সাহায্য তহবিল থেকে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Scroll to Top