৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় দ্রুতগতির ট্রাকের চাপায় রবিউল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা গ্রামের তবজেল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের বাগদুলী বাজার এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে রবিউল ইসলাম মৃগীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনী প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

Scroll to Top