রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাসিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. আলিম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রমুখ।
সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে ইউএনও মহুয়া আফরোজ বলেন, কালুখালী উপজেলায় ১২টি মাজার রয়েছে। উগ্রবাদী কোনো চক্র যেন এগুলোতে হামলা বা ভাঙচুর চালাতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া বাল্যবিবাহ রোধ ও ভুঁইফোর এনজিওগুলোর কার্যক্রমের ওপর নজরদারি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, উপজেলায় ৩৫০টি মসজিদ রয়েছে। এসব মসজিদ থেকে সামাজিক সচেতনতামূলক আলোচনা করার জন্য ধর্মীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি বাউল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান ইউএনও।