রাজবাড়ী ভয়েস ডট কম : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা প্রদান ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা গ্রহণসহ নানা দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় জেলা প্রশাসক ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।