রাজবাড়ী ভয়েস ডট কম : আধুনিক কৃষির স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-২ এর বাছাই পর্ব। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে অলিম্পিয়াড কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও সিইও মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ইকরামুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ হোসেন খান, অলিম্পিয়াডের রাজবাড়ী জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মারফিয়ারা খাতুন, জেলা জনসংযোগ কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সহকারী জনসংযোগ কর্মকর্তা ওয়েন ভট্টাচার্য সুপ্তসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চূড়ান্ত বিজয়ীদের জন্য থাকছে ১০ লক্ষ টাকার গ্র্যান্ড ফান্ড, সার্টিফিকেট, পুরস্কার সামগ্রী, কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ ও রিফ্রেশমেন্ট ট্যুর।
অলিম্পিয়াডের সিইও মো. জিল্লুর রহমান বলেন, “এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা, পুষ্টিবিষয়ে উৎসাহ তৈরি এবং ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তা গড়ে তোলা।”
প্রধান অতিথি অধ্যাপক এ. কে. এম. ইকরামুল করিম তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ে সচেতন হবে এবং প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।