৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহার

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম (বিপি-৮০০৬১২৮২৫৭) কে প্রত্যাহার করে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন (বিপি-৮২১১১৩৯০৮৮)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলীর নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলার মৃত্যু হয়। ভক্তরা দরবার প্রাঙ্গণে তাকে কবর দিয়ে কাবা শরীফের মতো একটি স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের আপত্তি সৃষ্টি হয়। পরে ৫ সেপ্টেম্বর ইমান আক্বিদা রক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় এবং দরবারে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কবর ভেঙে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে ফেলে। এসময় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং রাসেল মোল্যা নামে একজন নিহত হয়।

ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিহত রাসেলের পিতা আজাদ মোল্যা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন, যেখানে অজ্ঞাতনামা ৩৫০০–৪০০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরীফ আল রাজীব বলেন, “দাপ্তরিক প্রয়োজনে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে বদলি করা হয়েছে। এটি প্রত্যাহার নয়।”

Scroll to Top