আবু সাঈদ, কালুখালী: রাজবাড়ীর কালুখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পূজা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রণজয় বসু, সাধারণ সম্পাদক যাদব দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ পূজা মন্দিরগুলোর নিরাপত্তা জোরদার ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি মন্দিরে প্রবেশপথের পরিবেশ নিশ্চিতকরণ, যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব সবার অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে পালিত হবে। এজন্য সকলকে উৎসাহিত হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি উসকানি ও গুজব থেকে বিরত থাকার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।