রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি ও সম্প্রীতি বজায় রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি পূর্ণিমা দত্ত। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখাদাস।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, আইনজীবী মাহবুব রহমান, আইনজীবী রেহেনাজ পারভীন সালমা, হরিজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব বাসুদেব মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” দেশের প্রতিটি নাগরিকের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। সাম্প্রতিক সময়ে মন্দির, দরবার শরিফ, এমনকি মসজিদ-মাজারেও হামলার ঘটনা ঘটেছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনায় জড়িতদের দৃশ্যমান শাস্তি হয়নি বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, কয়েকদিন আগে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফে ভাঙচুর ও মৃতদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগেও পাংশায় বাউলদের উপর হামলার মতো অমানবিক ঘটনা ঘটেছে। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শুধু মন্দির নয়, মসজিদ-মাজারেও পাহারা দিতে হচ্ছে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সহনশীলতা ও সহানুভূতিই পারে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে।