রাজবাড়ী ভয়েস ডট কম: ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের প্রভাবে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারে চাপ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নদীতে প্রবল স্রোত ও ঘাট সংকট। সব মিলিয়ে ফেরি চলাচলে বিলম্ব হওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট থেকে মহাসড়ক পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার। প্রবল স্রোতের কারণে ফেরিগুলোকে পার হতে দ্বিগুণ সময় লাগছে। দীর্ঘ অপেক্ষায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্ক যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, “ফরিদপুরে চলমান আন্দোলনের কারণে ঘাট এলাকায় যানবাহনের সারি বেড়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে একটি মাত্র ফেরিঘাট সচল রয়েছে। অন্য ঘাটগুলো সচল করতে কাজ চলছে। এ নৌরুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে, এগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।”
ফলে ঘাটে আটকে থাকা হাজারো মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জরুরি ভিত্তিতে অতিরিক্ত ঘাট সচল না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।