রাজবাড়ী ভয়েস ডট কম : “এসো অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করি”—এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পাংশা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কাজী আব্দুল মাজেদ একাডেমি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। সঞ্চালনা করেন উদয়পুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক গাজী আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. মজিদ বিশ্বাস এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম শেখ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পাংশা উপজেলা বাশিস-এর নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি উদয়পুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার বুলবুল আহমেদ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।