রাজবাড়ী ভয়েস ডট কম :রাজবাড়ী জেলা শহরের অন্যতম ব্যস্ত এলাকা হাসপাতাল সড়ক বর্তমানে খানাখন্দে ভরে গেছে। জায়গায় জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিটুমিন উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা সৃষ্টি হয়। ফলে রোগী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে হাসপাতালে আসা-যাওয়া রোগীদের জন্য এ সড়ক দিয়ে চলাচল একপ্রকার কষ্টসাধ্য হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে। মোটরসাইকেল ও রিকশা উল্টে যাওয়া প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে এক অটো চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের সড়কের এমন অবস্থা সত্যিই দুঃখজনক। এখানে প্রতিদিন অসংখ্য রোগী আসে, তাদের জন্য রাস্তা এত খারাপ থাকা অমানবিক।”
এ বিষয়ে জানতে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ফোন করা হলে, , তিনি ফোন রিসিভ করেননি।।