সৈয়দ মেহেদী হাসান, পাংশা: রাজবাড়ীর পাংশায় উপজেলা ও পৌর জিয়া মঞ্চের উদ্যোগে পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় পৌর শহরের মালেক প্লাজার দ্বিতীয় তলার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
কর্মী সমাবেশের উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুস সালাম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনজুর আলম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান (রাজা), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, শিল্পপতি মোজাহিদুল ইসলাম মোজাহিদ, মোঃ আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সর্দার, হাবাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান, মৌরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী ও জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আনিসুর রহমান (মাসুদ)। এসময় উপস্থিত ছিলেন পাংশা পৌর জিয়া মঞ্চের সভাপতি আরিফ মাহমুদ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক এস এম ফরিদ হাসান, পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনসার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসির হক সাবুকে দলীয় মনোনয়ন দিয়ে বিজয়ী করতে হবে। তার বাইরে অন্য কাউকে এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া যাবে না বলে তারা দাবি জানান।







