১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক সুলতানা আক্তার

রাজবাড়ী ভয়েস ডট কম :রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সদর উপজেলার লক্ষ্মীকূল ও রাধাগোবিন্দ হরিজন মন্দিরসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ উছেন মে, সহকারী কমিশনার মিজানুর রহমান এবং পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শারদীয় দুর্গাপূজা এ দেশের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।

তিনি সংশ্লিষ্টদের পূজার নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

Scroll to Top