১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশায় নির্বিঘ্নে পূজা উদযাপন হবে – রুহুল আমিন

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশায় নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তার নির্দেশনা বাস্তবায়নে সম্প্রতি পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হারুন-অর রশীদের দেওয়া বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

এ প্রসঙ্গে পাংশা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি’র পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আমাদের নেতা হারুন-অর রশীদের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ভাগ হয়ে পূজা মণ্ডপগুলোতে সার্বিক সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীরা সর্বাত্মক ভূমিকা রাখবে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

Scroll to Top