২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীর পাংশায় আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ অক্টোবর

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী জেলা ফুটবল দল বনাম ঢাকা বিআরটিসি ফুটবল একাদশ। আয়োজকরা জানান, মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের আশা, দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকায় জমে উঠবে ক্রীড়া-উদ্দীপনা এবং তরুণরা মাঠমুখী হবে।

সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি হারুণ অর রশিদ কালাম বলেন,
“সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাব এক ঐতিহ্যবাহী সংগঠন। অতীতে আমাদের আয়োজনে বহু ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর আবারও আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। এলাকার মানুষের বিনোদন ও আনন্দের জন্যই এই আয়োজন।”

ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাচ্চু বিশ্বাস বলেন,
“আমাদের সরিষা স্কুল মাঠটি ঐতিহ্যবাহী হলেও বহুদিন ধরে এখানে কোনো খেলার আয়োজন হয়নি। খেলার অভাবে নতুন প্রজন্ম বিপথগামী হচ্ছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তেই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ আয়োজন শুধু খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং সমাজকে একত্রিত করারও একটি উপলক্ষ। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং হারিয়ে যাওয়া ক্রীড়া-ঐতিহ্য ফিরিয়ে আনবে।

Scroll to Top