১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিনে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

দুপুরে তিনি প্রথমে রাজবাড়ী শহরের বিবেকানন্দ হরিজন পল্লীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে শহরের অন্যান্য পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

পরিদর্শনে অ্যাড. আসলাম মিয়ার সঙ্গে ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মিণী ফরিদা ইয়াসমিন শিখাসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অ্যাড. আসলাম মিয়া বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই উৎসব আমাদের সবার। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুক। বিএনপি সবসময় দেশের সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আগামী দিনগুলোতেও আমরা সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবসময় পাশে থাকব।”

এর আগে তিনি রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য আয়োজক ও স্থানীয়দের ধন্যবাদ জানান।

Scroll to Top