১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে পুলিশের নির্বাচনি দায়িত্ব সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রাজবাড়ী ভয়েস ডট কম: “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এই প্রশিক্ষণে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের যথাযথ প্রয়োগ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও জনসম্পৃক্ততা বিষয়ে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন।” তিনি আরও বলেন, “নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top