১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করবে: এমপি প্রার্থী হারুন

রাজবাড়ী ভয়েস ডট কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ হারুন।

তিনি বলেন, “এখন আর দিনের ভোট রাতে হবে না। দেশে ১৫৩ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগও থাকবে না। আগামী ফেব্রুয়ারির নির্বাচনেই বিএনপি সরকার গঠন করবে।”

রবিবার (১২ অক্টোবর) দুপুরে কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ আরও বলেন, “রাজবাড়ী-২ আসনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান।
সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, আদম আলী, জুয়েল সরদার ও সাংবাদিক ইমরান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Scroll to Top