রাজবাড়ী ভয়েস ডট কম : কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে রাজবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই পথসভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার, সদস্য পরেশ কর ও মানবেন্দ্র দেব।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায় এবং জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল।
সভা সঞ্চালনা করেন সিপিবির সদস্য এজাজ আহমেদ।
বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে দেশে ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সিপিবি ও বামপন্থী দলগুলো ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। ২০২৪ সালের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারও মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং শ্রমিক অধিকার হরণ, জনসম্পদ বেসরকারীকরণ ও বিদেশী পুঁজির কাছে জাতীয় সম্পদ হস্তান্তরের ষড়যন্ত্র চলছে।
তারা আরও বলেন, দেশের ইতিহাসে কোনো সরকারই শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখেনি। আগামী নির্বাচনে বাম-গণতান্ত্রিক শক্তির সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় সম্ভব হবে।
পথসভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।







