১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

কালুখালীর মোহনপুর কেবি একাডেমির প্রধান শিক্ষক পলাতক : ধ্বংসের দ্বারপ্রান্তে প্রতিষ্ঠান

সাহিদা পারভীন (কালুখালী) রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর কেবি একাডেমির প্রধান শিক্ষক রুপসী খাতুন নাসিমা দীর্ঘদিন পলাতক থাকায় বিদ্যালয়টি ধ্বংসের দ্বারে পৌঁছে গেছে। ফলে হতাশায় ভূগছে বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও কর্মচারী।

জানা গেছে, ২০১৪ সালে কালুখালীর মোহনপুর এলাকায় একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেও প্রতিষ্টানটি সুনামের সাথে এগিয়ে যেতে থাকে। ২০১৮ সালে এটি শিক্ষা বোর্ড ঢাকা থেকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক অনুমতি লাভ করে। এর ২ বছর পর শিক্ষক রুপসী খাতুন নাসিমা প্রতিষ্টানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান।

এসময় রাজবাড়ী – ২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের আশির্বাদ পাওয়ার জন্য রুপসী খাতুন নাসিমা ফ্যাসিবাদী কাজে জড়িত হন। তিনি নিয়মিতভাবে আওয়ামী লীগের মিছিল ও মিটিংয়ে অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পতন হলে মোহনপুর কেবি একাডেমির প্রধান শিক্ষক রুপসী খাতুন নাসিমা একাডেমি থেকে পালিয়ে যান। এরপর থেকে তার আর দেখা মিলছে না। তার মোবাইল নং ০১৭৫২২০৮৪০০ তে ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার জানান, মোহনপুর কেবি একাডেমির প্রধান শিক্ষক রুপসী খাতুন নাসিমা একাডেমিতে না আসার বিষয়টি আমি জানি। একাডেমিটিতে গিয়েও দেখেছি। প্রতিষ্ঠানটির এখনও এমপিও হয়নি।এজন্য আমি ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা কামাল জানান, মোহনপুর কেবি একাডেমির কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারী নিয়ম মেনে এটি সচল করা দরকার।

Scroll to Top