রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর কালুখালী উপজেলায় নাবী জাতের পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ প্রশিক্ষণের আয়োজন করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ” প্রকল্পের আওতায়।
প্রশিক্ষণে মোট ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মরিয়ম বেগম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফর আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার এবং কালুখালী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হান।
বক্তারা বলেন, “উন্নত জাতের পাটবীজ উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার পাটচাষে বিপ্লব ঘটাবে। এতে কৃষকরা আরও লাভবান হবেন এবং দেশের পাট শিল্প আবারও পুরনো গৌরব ফিরে পাবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীরা পাটবীজ সংরক্ষণ, পরিচর্যা, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির নানা কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।







