১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে বিনামূল্যে হেলমেট বিতরণ

রাজবাড়ী ভয়েস ডট কম : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্সধারী মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর ফেলুর দোকান এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এ হেলমেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী তুষার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী আশীষ কুমার রাহা, জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমানসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তার স্বার্থে সবাইকে নিয়ম মেনে চলাচলের আহ্বান জানান তারা।

Scroll to Top