এস,কে পাল সমীর (পাংশা)রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ সরদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় পাংশা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের থানা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ-উল ইসলাম মিষ্টি ও মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন মন্ডল।
আরও বক্তব্য দেন যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুন্নবী সাচ্চু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেন খান নেপাল, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং সাবেক যুবদল নেতা প্রবাসী রেজাউল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, রাজবাড়ী জেলা জিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সবুজ সরদার, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে মরহুম আব্দুল আজিজ সরদারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






