১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

পাংশায় জিসপ’র উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ

এস,কে পাল সমীর) পাংশা) রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)’র উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখা পাংশা বাজারে এ কর্মসূচি পালন করেন।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কুদ্দুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মো. আকবর হোসেন, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রিপন খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় মো. কুদ্দুস আলী মন্ডল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আজ পাংশা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছি। সেই সাথে জনগণের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি। প্রতিটি মানুষকে ৩১ দফা সম্পর্কে অবগত করছি।”

Scroll to Top