কামাল হোসেন, রাজবাড়ী : গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে রাজবাড়ী জেলা যুবদল। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম শিকদার পিন্টু। এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রভাগের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত এই সংগঠন দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, “যুবদল হচ্ছে আন্দোলন-সংগ্রামের প্রাণশক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। যুবদলের প্রত্যেক কর্মীকে আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে সংগঠনের নেতৃত্বে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণরাই পরিবর্তনের মূল শক্তি। তাই যুবদলকে নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্যের নেতৃত্বে গড়া গণতান্ত্রিক বাংলাদেশ।”
								
															






