১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ী ভয়েস ডট কম : “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি আব্দুল ওহাব, ফরিদপুরের অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ও গোয়ালন্দ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া, আটদাপুনিয়া বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল ফয়েজ, এবং নাওডুবি নারী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মাফিয়া বেগম।

এসময় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবার অংশগ্রহণে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমবায় গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে “শ্রেষ্ঠ সমবায় সমিতি” এবং মোছাঃ মাফিয়া বেগমকে “শ্রেষ্ঠ সমবায়ী” হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

দিবসটির অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সমবায় সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

Scroll to Top