রাজবাড়ী ভয়েস ডট কম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রাজবাড়ীর
কালুখালী উপজেলায় আনসার ভিডিপি সদস্যদের বাছাই শুরু হয়েছে।
রবিবার সকালে আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট পিযুষ কুমার ঘোষ বাছাই পর্বের উদ্বোধন করেন। কালুখালী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বাছাই পর্বের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন।
বাছাই অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মনির হোসেন,প্রশিক্ষিকা মনির হোসেন, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাছাই পর্বে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালুখালী উপজেলায় ৫১ টি কেন্দ্র থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রের আইন শৃংখলা রক্ষার জন্য ১৩ জন করে আনসার ভিডিপি দায়িত্ব পালন করবে।






