২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পাংশা থানায় নবাগত ওসি মঈনুলের যোগদান

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ মঈনুল ইসলাম যোগদান করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে তিনি পাংশা মডেল থানায় তার কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। বিদায়ী ওসি মোহাম্মদ সালাউদ্দিনের বদলিজনিত কারনে তিনি পাংশায় এ পদে যোগদান করেন।

সাতক্ষীরা জেলার বাসিন্দা শেখ মঈনুল ইসলাম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন কর্মস্থলে যোগদান করার পর তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

Scroll to Top