এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর কালুখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. মোশাররফ হোসেন যোগদান করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে তিনি কালুখালী থানায় তার কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি পিবিআই ঢাকা জেলায় দায়িত্ব পালন করেছেন। বিদায়ী ওসি মোহাম্মদ জাহেদুর রহমানের বদলিজনিত কারনে তিনি কালুখালীতে এ পদে যোগদান করেন।
ফরিদপুর জেলার বাসিন্দা মো. মোশাররফ হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল শরীয়তপুর জেলা। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
নতুন কর্মস্থলে যোগদান করার পর তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।






