রাজবাড়ী ভয়েস ডট কম : পত্নীতলা উপজেলা স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হলো। আজ (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করলেন ডা. মৌসুমী মণ্ডল, মেডিকেল অফিসার (গাইনী) এবং মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল কাদের।
নতুন এ দুই চিকিৎসককে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. খালিদ সাইফুল্লাহ।
এ সময় তিনি বলেন, “নতুন দুইজন যোগদানের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ হবে। বিশেষ করে মাতৃসেবা ও সাধারণ চিকিৎসা ক্ষেত্রে জনগণ এর সুফল পাবেন।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন চিকিৎসকদের আন্তরিকতা ও দক্ষতায় উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
যোগদান অনুষ্ঠানে ডা. শেখ রাব্বি আজিজ বিন আশরাফ সহ অন্যান্য ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।