২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

রাজবাড়ী ভয়েস ডট কম : সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় তিনটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএ’র মানবিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, দুর্ঘটনার শিকার পরিবারের দোরগোড়ায় গিয়ে আবেদনপত্র প্রদানসহ অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। একইসাথে তিনি সড়ক দুর্ঘটনা সংঘটনের অনধিক ৩০ দিনের মধ্যে ফরম-৩২ এর মাধ্যমে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ জানান।

Scroll to Top