১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় ও আহলাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামের আমির উদ্দিনের স্ত্রী সাহিদা খাতুন (৭২) ও খানখানাপুর মিয়া পাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে অনিক মিয়া (২২)।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় একটি বাঁশ বোঝাই নসিমন সাহিদাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পথে সাহিদার মৃত্যু হয়। অন্যদিকে বিকেলে মহাসড়কের আহলাদিপুর এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষ হয়। এতে মোটরসাকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, পৃথক স্থানে দুটি দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

Scroll to Top