১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

রাজবাড়ী ভয়েস ডট কম : নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কর্মবিরতি শুরু হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে।

কর্মবিরতির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রম ও আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের টিকাদান কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলেও তারা জানিয়েছেন।

কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাস্থ্য সহকারী নেতারা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।”

তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত না হয়।

Scroll to Top