২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক পথচারী

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর শ্রীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সেনগ্রাম গ্রামের বাসিন্দা মৃত হারুন অর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস আব্দুল হান্নানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসটি জব্দ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top